• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবের জায়গায় কে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়? 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৯:২৭ পিএম
সাকিবের জায়গায় কে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়? 
সাম্প্রতিক ছবি

দক্ষিণ আফ্রিকা সফর থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি পেয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে আর দেখা যাবে না কোনো ধরণের ক্রিকেটে। সাকিবের ইচ্ছে তো পূরণ করল বিসিবি, কিন্তু আসন্ন সিরিজের স্কোয়াডে সাকিবের জায়গায় কাকে সুযোগ দিবে বোর্ড? 

অলরাউন্ডার সাকিবকে বাংলাদেশ ক্রিকেটে সবসময় ‘টু ইন ওয়ান’ ধরা হয়। ফলে তার পরিবর্তিত ক্রিকেটার হিসেবে শুধু একজনকে নিলেই হয় না। তাই বোলার সাকিবের জন্য একজন আর ব্যাটার সাকিবের জন্য আরেকজন- মোট ২ জন ক্রিকেটার দরকার। এ নিয়ে প্রশ্ন জেগেছে সবার মনেই। 

এই বিষয়ে জানতে চাইলে বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিবের বিকল্প হিসেবে স্কোয়াডে নতুন করে কাউকে ডাকা হবে না।

তিনি বলেন, ওয়ানডে স্কোয়াড ছিল ১৬ জনের। সেটা কমে এখন ১৫ জনের হবে। আর একইভাবে ১৮ জনের টেস্ট দল থেকে সাকিব বাদ যাবে, মানে সংখ্যাটা ১৭‘তে নেমে আসবে।

জালাল ইউনুস আরও জানিয়েছেন, ওয়ানডে স্কোয়াড থেকে এখন যারা টেস্ট স্পেশালিস্ট হিসেবে আছেন, মানে যারা ওয়ানডে স্কোয়াড থেকে টেস্ট বহরেও থাকবেন, তাদের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে হয়ত একজনকে টেস্ট দলে নিয়ে নেয়া হবে। সেটা ওয়ানডে সিরিজ চলাকালীন কিংবা শেষ হওয়ার পর ঠিক করা হবে।’

জালাল আরও একবার জানালেন, এমনিতে ওয়ানডে ও টেস্ট দলের বাইরের কাউকে আপাতত সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে পাঠানো হচ্ছে না।’

প্রসঙ্গত, শারীরিক ও মানসিকভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযুক্ত অবস্থায় নেই বলে গত রোববার (৬ মার্চ) হুট করেই ছুটি চান সাকিব। খেললে বরং দেশের, দলের সঙ্গে প্রতারণা করা হবে বলেও জানান তিনি। অতীত অভিজ্ঞতা থেকে মনে হচ্ছিল ছুটি পেতে চলেছেন সাকিব এবং কার্যক্ষেত্রে সেটাই হয়েছে।

Link copied!